Fake Passport:কেন নথি ভেরিফিকেশন সঠিকভাবে করা হয়নি ?পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ফের প্রশ্নের মুখে পুলিশ | ABP ANANDA LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: আলিপুর আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারকের । আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয়, আর ৭৩ জনের জন্য কিছুই হল না' । 'আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করল সেই নিয়ে একফোঁটাও তদন্ত এগোয়নি' । ভেরিফিরেশন কি পিওনরা করেছিল? আইও-র থেকে জানতে চাইলেন বিচারক । 'যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?' । আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি, আদালতে জানালেন আইও । আমায় গল্প শোনাবেন না, মন্তব্য বিচারকের । আমরা মাথায় কারা আছে দেখছি, সবার রোল আছে, সেগুলো নিয়েই বৃত্ত তৈরি হয়েছে' । আদালতে জানালেন সরকারি আইনজীবী । তাহলে নিজেদের সহকর্মী বলে যারা ভেরিফিকেশন করল তাদের আড়াল করা হচ্ছে এটা পরিষ্কার, আদালতে জানালেন অভিযুক্তদের আইনজীবী । আমি একটু সময় দিচ্ছি, হেফাজতের নির্দেশ দিচ্ছি, কী পদক্ষেপ হবে দেখি, বললেন বিচারক
Continues below advertisement
Tags :
Clashes Bangladesh Bengali News Live - Bengali News Chinmoy Prabhu Chinmay Krishna Prabhu External Affairs Minister