Kanchan Mullick Controversy: 'চেতলায় গাড়ি থেকে জোর করে নামানো হয়', কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাঞ্চন মল্লিক (kanchan Mallick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) ইস্যুতে প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপ নিয়ে জল্পনা। এই ভিডিও ক্লিপের বিষয়ে এক অপরকে কটাক্ষ করেছেন কাঞ্চন, পিঙ্কি এবং শ্রীময়ী চট্টরাজ (Shrimayi Chattaraj)। পিঙ্কির অভিযোগ, ‘আমাকে নিউ আলিপুর থেকে ধাওয়া করা হয়েছে। চেতলায় আমাকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা হয়েছে। আমার বাচ্চাটা গাড়ির ভিতর ভয় পাচ্ছিল। কাঞ্চন এসব পাশে দাঁড়িয়ে দেখেছে।’ অন্যদিকে অভিযুক্ত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, ‘আমি চেতলায় পিঙ্কির গাড়ির কাছে গিয়েছিলাম। সেই ঘটনার যে ভিডিও তিনি রেকর্ড করেছেন। আমি ওনাদের কাছে হাত জোর করে কথা বলার জন্য বলেছি।’ এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি শ্রীময়ীকে নিয়ে পিঙ্কির কাছে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য গিয়েছিলাম। শ্রীময়ী ওদের অনুরোধ করে আলোচনা করার জন্য। ভিডিওটা দেখলেই পুরোটা পরিষ্কার বোঝা যাবে।’
তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে চিঠি। লোকসভার অধ্যক্ষকে (Lok Sabha Speaker) চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। তাঁর বক্তব্য, “নুসরত শপথ নেওয়ার সময় নিজের নাম বলেছিলেন রুহি নুসরত জহান জৈন। কিন্তু এখন তিনি সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি উনি শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন?” একইসঙ্গে নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ সংঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya)।
করোনার তৃতীয় ঢেউ আসতে পারে এই সম্ভাবনা কথা মাথায় রেখে পদক্ষেপ রাজ্য সরকারের। গড়া হল ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য অধিকার্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। শিশুদের করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়ে সরকারকে পরামর্শ দেবে বিশেষজ্ঞ কমিটি।