Mamata Banerjee: ‘উত্তরপ্রদেশে আইনের শাসন নেই, কটা কমিশন পাঠিয়েছে কেন্দ্র?’, সুর চড়ালেন মমতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টে (Calcutta High Court) দেওয়া জাতীয় মানবাধিকার কমিশনের দুষ্কৃতী’র তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ (Udayan Guha), শেখ সুফিয়ান থেকে পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহার নাম। এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অত্যন্ত দুঃখ এবং লজ্জা লেগেছে আমার। জাতীয় মানবাধিকার কমিশনের আগে তথ্য নেওয়া উচিত ছিল। আমি পেশায় আইনজীবী। আমি রাজ্য বার কাউন্সিলের সদস্য ছিলাম। আমার দল যেভাবে বলবে, সেভাবে ব্যবস্থা নেব।“ পাশাপাশি তৃণমূল নেতা উদয়ন গুহ বলেন, “রিপোর্টে বলেছে আমি নাকি কুখ্যাত দুষ্কৃতী। আমি সঠিক পথে আছি, সঠিক রাজনৈতিক দিশাতেই এগোচ্ছি। দিনহাটার মানুষ, কোচবিহারের মানুষ আমার ব্যাপারে জানেন। মানবাধিকার কমিশন কী বলল না বলল, তাতে আমার কিছুই যায় আসে না। "
এদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) চূড়ান্ত রিপোর্ট পেশ। গতকাল হাইকোর্টে ৫০ পাতার রিপোর্ট পেশ করে জাতীয় মানবাধিকার কমিশন। রবীন্দ্রনাথের কবিতার অংশ উদ্ধৃত করে রাজ্যকে ছত্রে ছত্রে আক্রমণ।
বাংলাকে বদনাম করতে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, তথ্য বিকৃত করা হচ্ছে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আইনের শাসন নেই। সেখানে কটা কমিশন পাঠিয়েছে কেন্দ্র? আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও (BJP)।