৭টায় বাংলা (৩): আঘাত লাগার পর ফের নন্দীগ্রামে যাচ্ছেন মমতা, রাতে ফের কলকাতায় আসতে পারেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2021 09:14 PM (IST)
আবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল নেত্রী।আঘাত লাগার পর প্রথমবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা। করবেন একগুচ্ছ কর্মিসভা ও জনসভা।যাবেন স্থানীয় ধর্মীয় স্থানে। আজ রাতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। গুয়াহাটি থেকে সরাসরি দিল্লি যাওযার কথা ছিল। সূচী বদলে রাতে কলকাতায় ২ ঘণ্টার জন্য কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার আগে আসতে পারেন কলকাতায় তিনি। ভোটের আগে শাসনে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ। বুথ সভাপতির অভিযোগ সম্প্রতি আইএসএফয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ওই তৃণমূল নেতা। পঞ্চায়েত সদস্যের বাড়ির ছাদে অন্য কেউ বোমা রেখেছে বলে দাবি তৃণমূলের জেলা নেতৃত্ব।