Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Municipal Election: এখনও অব্যাহত বকেয়া পুরভোট-জট, সমাধান সূত্র খুঁজতে কাল কমিশনের সর্বদলীয় বৈঠক | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবকেয়া পুরভোট নিয়ে কাল কমিশনের (West Bengal State Election Commission) সর্বদলীয় বৈঠক। দুপুর ২ টোয় রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। হাওড়া-বালি পুরসভা নিয়ে এখনও জটিলতা কাটেনি। '২২ জানুয়ারি বকেয়া ৫ কর্পোরেশনের ভোট করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি ১০৯টি বকেয়া পুরসভার ভোট করাতে চায় কমিশন', কাল সেই নিয়ে কমিশনের সর্বদলীয় বৈঠক।
এদিকে, রাজ্যপালের (Jagdeep Dhankhar) সামনে হাওড়া-বালি পুরসভা নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন! বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমার মনে হয় না রাজ্যপাল সত্য কথা বলছেন। রাজ্যপাল কিছু আপত্তি জানিয়ে চিঠি দেন, তার উত্তর রাজ্য সরকার রাজ্যপালকে দিয়েছে।"
এদিকে, পুরভোটে সন্ত্রাস করতে গেলে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ, পার পাওয়া যাবে না শাসকদলের কর্মী বলে। উত্তর ২৪ পরগনার ইছাপুরের সভায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক (Partha Bhowmick)। পুরোটাই আইওয়াশের চেষ্টা বলে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
পাশাপাশি, জমজমাট এবিপি আনন্দর দক্ষিণের খাইবার পাস। হরেক রকম খাবারের সম্ভারে ঠাসা দুর্গাপুর সিটি সেন্টারের কবিগুরুর মাঠ। আজই শেষদিন। শেষদিনের আনন্দ লুটেপুটে নিতে ভিড় জমিয়েছেন মানুষ। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়ও। চাইনিজ, কন্টিনেন্টাল থেকে শুরু করে মিষ্টি, রকমারি লোভনীয় খাবারে জমজমাট দক্ষিণের খাইবার পাস (Khaibar Pass)।