East Bardhaman: খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং ! বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও হুকিংয়ের অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং! বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিংয়ের অভিযোগ । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়িতেই হুকিং!  বিধায়কের শাশুড়ির আজব দাবি, বড় অঙ্কের বিল আসায় হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে । ভুল স্বীকার করেছেন বিধায়কের শ্যালক
খবর সম্প্রচারের পর তড়িঘড়ি খুলে দেওয়া হল বিদ্যুতের লাইন । খবর জানাজানি হতেই তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি থেকে হুকিং তার খুলে নেওয়া হয় । সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা গিয়ে বেআইনি কিছু পাননি বলে জানানো হয়েছে

আরও খবর...

ইছাপুরে জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাম্পাস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার যুবক। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা। আহত অবস্থায় উদ্ধার আরও ২ যুবক। গতকাল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ক্যাম্পাসে জন্মদিনের পার্টিতে গেছিলেন 
কৃশানু চট্টোপাধ্যায়। নোয়াপাড়া থানা এলাকার আনন্দমঠের বাসিন্দা ছিলেন কৃশানু চট্টোপাধ্যায়। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। 

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। শাস্তির মুখে শঙ্কর দলুই? ঘাটালের অরবিন্দ স্টে়ডিয়ামের বৈঠকে তুলকালাম। গন্ডগোলের জেরে বৈঠক ছাড়লেন তৃণমূল সাংসদ দেব। কয়েকদিন আগেই শিশুমেলার আয়োজন নিয়ে বৈঠক প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram