West Bengal Election 2021: পঞ্চম দফায় বরানগরে দিনভর অশান্তি, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2021 10:10 PM (IST)
পঞ্চম দফায় বরানগরে দিনভর দফায় দফায় অশান্তি। আলমবাজারে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে গো ব্যাক স্লোগান। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। '১৮ গাড়ি কনভয় নিয়ে ঘোরেন পার্নো', দাবি বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়ের। অন্যদিকে পার্নোর দাবি, বুথের সামনে জমায়েত করছে তৃণমূল।