Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Violence in West Bengal: রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর 'নীরবতা'-কে তোপ দেগে চিঠি রাজ্যপালের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুকুল রায়ের (Mukul Roy) তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনের পর এবার বিস্ফোরক সুনীল মণ্ডল (Sunil Mondal)। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, "যাঁরা তৃণমূল থেকে গেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।" পাশাপাশি তাঁর বক্তব্য, "বাইরে থেকে যাঁরা এসেছিলেন, তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।" একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "শুভেন্দু সম্বন্ধে আমি একটা কথাও বলব না। শুভেন্দু যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার এক অক্ষরও মানেনি।" এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সুনীল মণ্ডলের কোনও রাজনৈতিক মান নেই। ধান্দাবাজ লোক সব। ধান্দার জন্য যায়। যা ভেবেছিল তা হয়নি, তাই ফেরার জন্য আকপাক করছে। সুনীল মণ্ডলের কোনও দাম নেই। দলত্যাগ বিরোধী আইনের জন্য চিঠি দেওয়া হয়েছে, তাই এখন কান্নাকাটি করছে।" এদিকে রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কড়া চিঠি রাজ্যপালের (Governor)। তিনি লেখেন, "রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন অব্যাহত। চলছে লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস। অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যভাবে নীরব এবং নিস্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি। এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত। কিন্তু তেমন কিছু ঘটছে না।" রাজ্যপালকে (Jagdeep Dhankar) হজম করতে পারছে না, আটকাতে পারছে না তৃণমূল (TMC)। যাঁদের কণ্ঠস্বর বন্ধের চেষ্টা করছেন, তাঁদের দাবি তুলে ধরছেন রাজ্যপাল, আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।