Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
WB Politics: 'সবার পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি, দলের বদনাম করবেন না', কেশপুরে বয়কট-বিতর্কে কড়া বার্তা সাংসদ দেবের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে একদিনে করোনায় (Corona) ১১৩ জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯১৩ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন এবং ২৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত ৮৯৯ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের। করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেটে এবার মুখ্যমন্ত্রীর নাম। সঙ্গে লেখা বার্তা 'সজাগ থাকুন, নিরাপদে থাকুন'। আজ থেকেই রাজ্যের তরফে শুরু সার্টিফিকেট বিলি। রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে টিকাকরণের সার্টিফিকেট, জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে কোইউন অ্যাপ থেকে সার্টিফিকেট নিলে থাকবে মোদির ছবি। আগেই দেশে এসে গিয়েছিল রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। সোমবার থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শুরু হচ্ছে টিকাকরণ। এক একটি ডোজের জন্য লাগবে ১,২৫০ টাকা। এদিকে কেশপুরে (Keshpur) বিরোধীদের সামাজিক বয়কট, প্রতিবাদ দেবের। "যেই করুন না কেন, এই ধরনের ঘৃণা সমর্থন করি না। যারা ভোট দিয়েছেন, শুধু তাঁদের পাশে নয়, সবার পাশে দাঁড়ানোর শপথ নিয়েছি। দলীয় কর্মীরা জানিয়েছেন, এই ধরনের কিছু করেনি তৃণমূল। অহেতুক দলের বদনাম করবেন না। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আরও কঠিন করবেন না", কড়া বার্তা তৃণমূল সাংসদ অভিনেতা দেবের (Dev)।