WB Politics: এবার মদনের নিশানায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায় । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের বিদ্রোহী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। এবার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক। বৈঠকে ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তিন বিধায়কই মতুয়া মহাসঙ্ঘের সদস্য। অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক আলোচনা হয়েছে, আর কিছু নয়, বৈঠক শেষে বললেন শান্তনু ঠাকুর।
ফের বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। নিশানায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মদন মিত্র বলেন, "দলে (TMC) সমস্যার কথা কোথায় কাকে জানাব? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিরাপত্তার কারণে যাওয়া যায় না। ব্যস্ত অভিষেকের (Abhishek Banerjee) কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারে না। তপসিয়ার দফতর ভাঙা হয়েছে। তবে কোথায় জানাব? মহাসচিব বললে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি।’’ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তীব্র কটাক্ষ মদন মিত্রর (Madan Mitra)।