Legislative Council: বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ, পক্ষে ভোট ১৯৬ জন বিধায়কের, বিপক্ষে ৬৯
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধান পরিষদ নিয়ে বিধানসভায় ভোটাভুটি। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক।
"আমি একটা জায়গায় লড়েছিলাম, ভোট দিতে দেওয়া হয়নি। সব পুলিশ-প্রশাসনকে বদল করেছে, জায়গায় নাম বলব না। বিষয়টি বিচারধীন বলে নাম বলব না। কমিশন মদত না দিলে বিজেপি ৩০টি আসনও পেত না। ৫ তারিখের পরে কটা ঘটনা ঘটেছে, যা হয়েছে কমিশনের সময়। উপযুক্ত জেলা শাসকদের সরিয়ে দিয়েছে বলেই এমন হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। এনবিএসটিসির চেয়ারম্যান ছিলেন একজন, কেস সামনে আসব। তিনি এখন ভ্যাকসিন নিয়ে কথা বলছেন, কেস সামনে আনব। আমার মুখ খুলিয়ে লাভ নেই, মেদিনীপুরের ঘরে ঘরে উত্তর পাবেন। আমি কত বড়, তা নিয়ে প্রচার করতে এসেছে। ভোটের পর বিজেপির আইটি সেল অসত্য প্রচার চালাচ্ছে। একজন ছবি দিয়ে পোস্ট করছে, বাংলার বদনাম করছে।" অধ্যক্ষকে ফেক পোস্টের ছবি দিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
এ প্রসঙ্গে আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "বিধান পরিষদের কোনও প্রয়োজনীয়তা নেই। বিল অনুমোদনের ক্ষেত্রে বিধান পরিষদে সময়ের অপচয় হয়। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা এর জন্য খরচ হবে। এটা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। তাই আমরা বিরোধিতা করেছি।" পাল্টা বিধানসভায় তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় (Tapas Roy) বলেন, "মোদিজির জন্য হাজার হাজার কোটি টাকা দিয়ে স্পেশাল ফ্ল্যাইট কেনা হয়। সেটা কি অর্থের অপচয় নয়? যেখানে দেশের মানুষ ঠিক মতো খেতে পায় না, ভ্যাকসিন পায় না সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিলাসিতা করে বিজেপি সরকার। দিনে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা দামের মাশরুম খান নরেন্দ্র মোদি (Narendra Modi)।"