West Bengal Corona Situation : শিকেয় দূরত্ববিধি, গা ঘেঁষাঘেঁষি করেই কাজ করতে হল ভোটকর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2021 11:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আগামীকাল রাজ্যে শেষ দফায় নির্বাচন। কাল অষ্টম দফায় রাজ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার কলকাতা উত্তর, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদে ভোটগ্রহণ হবে। নির্দেশিকাই সার, শিকেয় কোভিড বিধি। সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসিতে ভিড় চোখে পড়েছে। সেখানে গা ঘেঁষাঘেঁষি করেই কাজ করতে হল ভোটকর্মীদের।
রাত পোহালের বীরভূমের ১১টি আসনে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, "নির্বাচন কমিশনের পুলিশ নোংরামি করছে। আমি চাই বীরভূমে যেমন শান্তিপূর্ণ ভোট হয়, এবারও তাই হোক। কোন ঝামেলা যেন না হয়।" তিনি অভিযোগ করেন, 'সব থানা থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের ডেকে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে দুষ্কৃতিদের ধরছে না পুলিশ।'