BJP News: ২৬-এর আগে টার্গেট ১ কোটি, সংগ্রহ ৪০ লক্ষ। ১০ই জানুয়ারির মধ্য়ে ৫০ লক্ষ পেরিয়ে যাবে: সুকান্ত

ABP Ananda Live:  সদস্য় সংগ্রহ অভিযানে বাংলায় ১ কোটির লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদার জানালেন, এখনও পর্যন্ত ৪০ লক্ষ সদস্য় সংগ্রহ হয়ে গিয়েছে। ১০ই জানুয়ারির মধ্য়ে ৫০ লক্ষ পেরিয়ে যাবে। অর্থাৎ মেরেকেটে মূল টার্গেটের অর্ধেক পার করতে পারে রাজ্য় বিজেপি। সদস্য় সংগ্রহ অভিযান নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। (BJP Membership Drive)

সদস্য় সংগ্রহ অভিযানে শুরুর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপি-কে। কিন্তু, শেষ অবধি স্কোর বোর্ড দেখে কিছুটা হলেও সন্তুষ্ট তারা। বাংলায় ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্র দিয়েছিলেন শাহ। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "১ কোটি সদস্য সংগ্রহ করতে হবে। ২০২৬ সালের নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে এখানে সরকার হবে।" তবে শাহ ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেধে দিলেও, রাজ্য় সভাপতি সুকান্ত জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪০ লক্ষ হয়ে গিয়েছে। (Sukanta Majumdar)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola