West Bengal Election 2021: তৃতীয় দফার ভোটে রাজ্যে ৬১৮ কোম্পানি বাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2021 09:13 PM (IST)
মঙ্গলবার তৃতীয় দফার ভোটে রাজ্যে ৬১৮ কোম্পানি বাহিনী। বারুইপুর মোতায়েন থাকছে ১৩০ কোম্পানি বাহিনী। ডায়মন্ড হারবারে মোতায়েন থাকছে ১১৩ কোম্পানি বাহিনী। সুন্দরবনে মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি বাহিনী। হুগলিতে মোতায়েন থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী। হাওড়ায় মোতায়েন থাকছে ১৪৪ কোম্পানি বাহিনী। ‘বুথের মধ্যে ভোটার কার্ড পরীক্ষা করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বুথে ভোটার কার্ড পরীক্ষা করতে পারবে শুধু ফার্স্ট পোলিং অফিসার,’ বুথে ভোটার কার্ড পরীক্ষা নিয়ে ফের জানাল কমিশন। এডিজি আইনশৃঙ্খলা, আইজি বিএসএফের সঙ্গে বৈঠকে সিইও।