West Bengal Election 2021: রাজ্যের তিন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appময়নাগুড়ির ব্রহ্মপুরে বিজেপি কর্মীদের উপর ‘হামলা’। পুলিশের সামনে শূন্যে গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বিজেপি বহিরাগতদের এনে অশান্তি ছড়াচ্ছে, পাল্টা তৃণমূল। শূন্যে গুলি চালানো নিয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। চন্দ্রকোণায় বিজেপির বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। মিথ্যে অভিযোগ করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বড় মোল্লাখালি এলাকায় আজ সকালে ওই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় বিজেপি কর্মী সহ আহত হয়েছেন চার জন। তাঁদের ছোট মোল্লাখালি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে সুন্দরবন কোস্টাল থানায়।