West Bengal News: গরমে পুড়ছে গোটা বাংলা! কবে হবে বৃষ্টি? ABP Ananda Live
ABP Ananda | 21 Apr 2024 10:23 PM (IST)
West Bengal News: বৈশাখের শুরুতেই রেকর্ড গরম। গত ৫০ বছরে এপ্রিল মাসে কলকাতায় (kolkata) এত দীর্ঘস্থায়ী গরম দেখা যায়নি বলে জানিয়েছেন আবহবিদরা। মরুশহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিল কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা। ABP Ananda Live