আজ বাংলায়: জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সুনীল মণ্ডল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2020 11:32 PM (IST)
বোলপুরে অমিত শাহ-র রোড শো-র ৯ দিনের মাথায় পাল্টা পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের দাবি, পদযাত্রায় ৩ লক্ষ মানুষের ভিড় হয়েছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, বীরভূমের বাইরে থেকে হুমকি দিয়ে লোক আনা হয়েছে।
জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা। বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর, আরও জোরাল হয়েছে সেই জল্পনা। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি বিজেপি নেতৃত্ব। তিনি তৃণমূলেই আছেন বলে ফের দাবি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির ফেসবুক প্রোফাইলে এখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি। দল পছন্দ না হলে অন্য দলে যেতেই পারেন, ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। তৃণমূলে প্রকৃত সম্মান পাচ্ছেন না, আমাদের দলে আসুন, মন্তব্য করেছে বিজেপি।
কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সুনীল মণ্ডল। ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি। সাংসদের বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ। দু’দিন আগেই কলকাতায় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন সুনীল মণ্ডল।
বর্ধমান শহরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশকে তোপ জেলা সাধারণ সম্পাদকের। পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়কও। এদিকে বিদ্রোহী শাসক নেতাকে তাদের দলে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। অস্বস্তিতে পরে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় পরিচারিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। তিনি কাঁকসা ৪ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। ঘটনার পর থেকেই বেপাত্তা বিজেপির প্রাক্তন নেতা।
বিজেপির পতাকা-ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। বিজেপির অভিযোগ, একাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই। যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল।
জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের জল্পনা। বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর, আরও জোরাল হয়েছে সেই জল্পনা। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চায়নি বিজেপি নেতৃত্ব। তিনি তৃণমূলেই আছেন বলে ফের দাবি করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির ফেসবুক প্রোফাইলে এখনও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি। দল পছন্দ না হলে অন্য দলে যেতেই পারেন, ঘটনায় কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। তৃণমূলে প্রকৃত সম্মান পাচ্ছেন না, আমাদের দলে আসুন, মন্তব্য করেছে বিজেপি।
কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সুনীল মণ্ডল। ‘ওয়াই ক্যাটিগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি। সাংসদের বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ। দু’দিন আগেই কলকাতায় তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়েন সুনীল মণ্ডল।
বর্ধমান শহরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশকে তোপ জেলা সাধারণ সম্পাদকের। পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়কও। এদিকে বিদ্রোহী শাসক নেতাকে তাদের দলে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। অস্বস্তিতে পরে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
পশ্চিম বর্ধমানের কাঁকসায় পরিচারিকাকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। তিনি কাঁকসা ৪ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। ঘটনার পর থেকেই বেপাত্তা বিজেপির প্রাক্তন নেতা।
বিজেপির পতাকা-ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। বিজেপির অভিযোগ, একাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই। যদিও অভিযোগ মানতে রাজি নয় তৃণমূল।