আজ বাংলায়: পিএসি-র চেয়ারম্যানের পদে মুকুলের নাম, পাশে দাঁড়াতে গিয়ে মুকুলকে ভুল করে বিজেপি নেতা বললেন মমতা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিএসি (PAC) বিতর্কে মুকুল রায়ের (Mukul Roy) পাশে দাঁড়াতে গিয়ে তাঁকে বিজেপি সদস্য বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। এদিকে বিজেপি মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে বিধানসভার সচিবকে চিঠি দিলেও তা খারিজ হয়ে গিয়েছে। বিধানসভা থেকে প্রকাশিত ২০ জনের প্রার্থী তালিকায় মুকুল রায়ের নামও রয়েছে।
হাইকোর্টে শেষ হয়েছে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই মামলায় এজলাস বদল করার আবেদন জানানো হয়েছিল। রায়দান স্থগিত রাখা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ পরে তাঁর নির্দেশ জানাবেন। এই মামলা তিনি শুনবেন না ছেড়ে দেবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি পরে গ্রহণ করবেন।
হাইকোর্টে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানিতে এদিন ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhbhi)। '১৬ জুন মামলা অন্য এজলাসে পাঠানোর আবেদন করেছিলেন। ১৮ জুন শুনানির সময় সেটা আমাকে বলেননি কেন?' বিচারপতি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। 'সাধারণ নিয়ম অনুযায়ী, আগে বিচারপতির কাছে আবেদন করতে হয়। প্রশাসনিকভাবে প্রধান বিচারপতির কাছে বিচারপতি বদলের আবেদন করেছেন। সেই আবেদন নিয়ে প্রধান বিচারপতি এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। এখন আপনারা আবার আমার কাছে আবেদন করেছেন। শুনানি করতে আমার কোনও আপত্তি নেই। তাহলে প্রধান বিচারপতির কাছে করা আবেদন প্রত্যাহার করতে হবে। দুটো আবেদন একসঙ্গে চলতে পারে না।' মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলেন বিচারপতি কৌশিক চন্দ।
আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন বিচারপতি কৌশিক চন্দ এক সময় বিজেপির হয়ে একাধিক মামলায় অংশগ্রহণ করেছেন।
তখন বিচারপতি কৌশিক চন্দ বলেন, 'তিনি বিজেপির হয়ে মামলা লড়লেও কখনই বিজেপির লিগাল সেলের কোনও পদে ছিলেন না।'
বীরভূমের স্কুলে পুলিশের সামনেই পরীক্ষার্থীদের ধর্না। কোচবিহারের স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। নবম শ্রেণির মূল্যায়ন নতুন করে করার দাবি। কোথাও একাদশের পরীক্ষার নম্বর বাড়ানোর দাবি জানানো হয়েছে। কোচবিহারের স্কুলের নম্বরের রেজিস্টার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন পর্ষদের।