আজ বাংলায়: 'বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য অনেকেই পা বাড়িয়ে আছেন', গেরুয়া শিবিরের তারকা প্রার্থীদের নিয়ে দাবি রাজ চক্রবর্তীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) আসার জন্য অনেকেই পা বাড়িয়ে আছেন।" বিজেপির তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সংস্কৃতি সেলের চেয়ারম্য়ান তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। একই সঙ্গে মুখ খুলেছেন নুসরত, কাঞ্চনকে নিয়ে বিতর্কেও।
কাঞ্চন মল্লিক (kanchan Mallick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee) ইস্যুতে প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপ নিয়ে জল্পনা। এই ভিডিও ক্লিপের বিষয়ে এক অপরকে কটাক্ষ করেছেন কাঞ্চন, পিঙ্কি এবং শ্রীময়ী চট্টরাজ (Shrimayi Chattaraj)। পিঙ্কির অভিযোগ, "আমাকে নিউ আলিপুর থেকে ধাওয়া করা হয়েছে। চেতলায় আমাকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা হয়েছে। আমার বাচ্চাটা গাড়ির ভিতর ভয় পাচ্ছিল। কাঞ্চন এসব পাশে দাঁড়িয়ে দেখেছে।" অন্যদিকে অভিযুক্ত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেন, ‘আমি চেতলায় পিঙ্কির গাড়ির কাছে গিয়েছিলাম। সেই ঘটনার যে ভিডিও তিনি রেকর্ড করেছেন। আমি ওনাদের কাছে হাত জোর করে কথা বলার জন্য বলেছি।’ এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, "আমি শ্রীময়ীকে নিয়ে পিঙ্কির কাছে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য গিয়েছিলাম। শ্রীময়ী ওদের অনুরোধ করে আলোচনা করার জন্য। ভিডিওটা দেখলেই পুরোটা পরিষ্কার বোঝা যাবে।"