আজ বাংলায়: 'ঠিক মতো ভোট না পড়লে বীরভূমের এসপির মতো অবস্থা হবে', পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। চায়ের দোকানে বসে থাকার সময় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ। অবরোধ করেন বিজেপি কর্মীরা। বর্তমানে রহড়া থানার সামনে অবস্থান বিক্ষোভে করছেন বিজেপি কর্মীরা। সেখানে প্রার্থী শীলভদ্র দত্তও রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ভোটের একদিন আগে খড়দা বিধানসভার টিটাগড়ে ক্লাবঘরে বোমা ফেটে একজনের মৃত্যু। গুরুতর জখম আরও একজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল ক্লাবঘরের ছাদ। ভেঙে গেছে দেওয়াল।
"ঠিক মতো ভোট না পড়লে বীরভূমের এসপির (SP) মতো অবস্থা হবে।" ভবানীপুরের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "নিরপেক্ষ ভোট না করাতে পারলে ম্যাডাম (Mamata Banerjee) বাঁচাতে পারবেন না। এসব করলে পূর্ব মেদিনীপুর এসপি, টালিগঞ্জ, বাঁশদ্রোণীর ওসির মতো হবে। ঠিক মতো ভোট না করলে বীরভূমের এসপির মতো অবস্থা হবে।"
ভোটের আগে করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থী। বেলেঘাটা আইডি-তে ভর্তি তৃণমূল প্রার্থী কাজল সিন্হা।
ষষ্ঠ দফার ভোটের আগে রাজ্যে আরও ভয়াবহ করোনা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১০ হাজার ৭৬১ জন। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমে ৮৯%। কলকাতায় একদিনে আক্রান্ত ২ হাজার ৫৬৮। ১৩ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২ হাজার ১৪৯। ১৪ জনের মৃত্যু। সংক্রমণ বাড়ছে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায়।