Bangladesh News: 'BGB -র আপত্তিতে আমরা জবাব দিয়ে দিয়েছি', মন্তব্য BSF-র

Continues below advertisement

ABP Ananda live: 'BGP -র আপত্তিতে আমরা জবাব দিয়ে দিয়েছি'। মন্তব্য BSF-র। BSF-BGB সংঘাতের পর আজ থমথমে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম। BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চলছে। সীমান্তের এ পারে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকা। ও পারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। প্রায় এক কিলোমিটার অসুরক্ষিত সীমান্তে গতকাল BSF-কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ, BGB. সীমান্তের দু’পারে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শেষপর্যন্ত চাপের মুখে পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈষ্ণবনগরের সুখদেবপুরে ফের কাঁটাতার লাগানোর কাজ শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন। স্থানীয় বাসিন্দারা BSF-কে সহযোগিতা করছেন। 

 

সন্দেশখালি গণধর্ষণের অভিযোগের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা

এদিকে, থানায় FIR দায়ের করলেও কোনও সুরাহা হয়নি! অবশেষে সন্দেশখালি গণধর্ষণের অভিযোগের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিককে গ্রেফতার না করে আশ্রয় দিচ্ছে পুলিশ। এদিন পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অভিযোগকারিণীকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram