Aaj Banglay: এখনই মিলছে না রেহাই, দক্ষিণবঙ্গে আরও দু-দিন চলবে তাপপ্রবাহ| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিকে দক্ষিণবঙ্গের ১১টি জেলাতে তাপপ্রবাহ, অন্যদিকে কালিম্পঙে শিলাবৃষ্টি। দক্ষিবঙ্গে আরও দুদিন তাপপ্রবাহ চলবে, জানাল আবহাওয়া দফতর। অন্যদিকে কালিম্পংয়ের শিলাবৃষ্টি, কালিঝোরায় ঝড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ। সিকিম থেকে শিলিগুড়ি, কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ।
প্রবল গরমে অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। যাদবপুর বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। বমি, ডিহাইড্রেশন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তরুণীর মৃত্যু। মৃতার বাড়ি তপসিয়ায়, নাম আনিসা আফরিন মণ্ডল।
এখনই মিলছে না রেহাই। দক্ষিণবঙ্গে আরও দু-দিন চলবে তাপপ্রবাহ। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের প্রকোপ বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে, কাল তাপপ্রবাহ নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
সিপিএমের সঙ্গে দূরত্ব বাড়ালেন অনিল-কন্যা অজন্তা বিশ্বাস। সিপিএমের সদস্যপদ নবীকরণ করলেন না অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা। সাসপেনশন ওঠার পরেও সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা। নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা, খবর সিপিএম সূত্রে। সিপিএমের কলকাতা জেলার অধ্যাপক শাখার সদস্য ছিলেন অজন্তা। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ প্রবন্ধ লিখে শাস্তির মুখে পড়েছিলেন। সাসপেনশন মিটে গেলেও সদস্যপদ এখনও নবীকরণ করাননি অজন্তা। এ বিষয়ে ফোন করেও অজন্ত বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।