Corona vaccine: একজনের আধার নম্বর দিয়ে অন্যজনের টিকা! নিমতা থানায় অভিযোগ দায়ের এক তরুণীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভুয়ো সরকারি আধিকারিক সেজে বিধানসভা ভোটের গণনা প্রভাবিত করা হয়ে থাকতে পারে, সন্দেহ প্রকাশ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সব যখন জানেন, তখন মামলায় ওঁকেই পার্টি করা হোক, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।
কলকাতা পুরসভার কমিশনারের সই জাল করে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ। কলকাতা পুরসভার এক কর্মী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার পুরসভার নকল স্ট্যাম্প, জাল লেটারহেড।
দেবাঞ্জনকাণ্ড থেকে শিক্ষা। ভিআইপি স্টিকার ও নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সমস্ত ট্রাফিক গার্ডকে সতর্ক করল লালবাজার। নির্দেশ দেওয়া হয়েছে, ভিআইপি স্টিকার অথবা নীল বাতি লাগানো গাড়ি রাস্তায় বা পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলে নথি পরীক্ষা করতে হবে। পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও একইভাবে চালাতে হবে নজরদারি।
একজনের আধার নম্বর দিয়ে অন্যজনের টিকা! নিমতা থানায় অভিযোগ দায়ের এক তরুণীর। লালবাজারের সাইবার সেলেও যোগাযোগ করা হয়েছে।
নারদ মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও রাজ্য সরকারের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। হলফনামার উত্তর দেওয়ার জন্য, ১০দিন সময় পাবে সিবিআই। ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
কালিয়াচক থেকে গ্রেফতার চিনা সন্দেহভাজন হান জুনওয়েকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছে এটিএস। উত্তরপ্রদেশে আর্থিক প্রতারণা মামলাতেও অভিযুক্ত চিনা সন্দেহভাজন। আগেই মালদা আদালত থেকে হানকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল এটিএস। আজ মালদা জেল থেকে তাকে নিয়ে উত্তরপ্রদেশ রওয়ানা দেয় এটিএস।
শালবনি কোবরা ক্যাম্পে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়ায়। গত ২৭ তারিখ ছুটি কাটিয়ে বাড়ি থেকে ক্যাম্পে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। আজ বিকেলে এক নম্বর ব্যারাকের তিনতলার ঘর থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ।
আগামী বছরই কি চালু হবে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ? জোরকদমে চলছে কাজ। নির্মীয়মাণ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করলেন স্বাস্থ্য দফতরের ৪ সদস্য। জেলা প্রশাসনের সঙ্গে করলেন বৈঠক। স্বাস্থ্য ভবনে রিপোর্ট দেবে এই পরিদর্শক।
ক্যান্সার রোগীদের জন্য মুম্বইয়ের টাটা মেমোরিয়ালের সঙ্গে ২টি ক্যান্সার হাসপাতাল তৈরি করছে রাজ্য সরকার। একটি হবে এসএসকেএমে, আরেকটি উত্তরবঙ্গে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।