আজ বাংলায়: রাজনৈতিক হিংসার আবহে আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব রাজ্যপাল, করোনা আবহেই বড়দিন উদযাপন রাজ্যবাসীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2020 11:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। উঠেছে গুলি-বোমাবাজির অভিযোগ। অন্যদিকে জলপাইগুড়িতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। রাজনৈতিক সংঘর্ষের জেরে যখন রাজ্যে দফায়-দফায় উত্তেজনার পারদ চড়ছে, তখন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রত্যাশিত ভাবে পাশে বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। বড়দিনে উৎসবের আবহে ফের আগুন আতঙ্ক। বরানগরের পর এবার বেলঘরিয়া। এলাকার কালচার মোড়ের একটি বহুতলের একতলায় লেগেছে এই আগুন। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এমনটাই জানা গিয়েছে। ডালখোলা বাইপাস নির্মাণে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের তোলাবাজির কারণে কাজ শেষ হতে দেরি হচ্ছে। অভিযোগ বিজেপির। অনেকদিন আগেই জমি অধিগ্রহণ করে জাতীয় সড়ক আধিকারিদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাল্টা দাবি তৃণমূলের। রাজনৈতিক এই তরজায় অসুবিধায় স্থানীয়রা। বড়দিনের উৎসবে মেতে উঠতে করোনা আবহে পথে মানুষ। পার্ক স্ট্রিট থেকে লেক টাউনে চিত্রটা এক।