Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন, চার্জ গঠন করা হল কালীঘাটের কাকুর বিরুদ্ধে

ABP Ananda Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন শুরু। চার্জ গঠন করা হল সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আজ হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। পেশ করা হলে চার্জ গঠন করা হল বলে জানিয়ে দেন বিচারক। সুজয়কৃষ্ণ ভদ্রকে জানিয়ে দেওয়া হয় কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। সুজয়কৃষ্ণকে বিচারক জিজ্ঞাসা করেন তিনি দোষী না নির্দোষ। মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটি। 

 

চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV: 

এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র‍্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola