আজ বাংলায়: জুনিয়র মৃধা খুনের মামলায় চাঞ্চল্যকর তথ্য, প্রিয়ঙ্কার ৭ দিনের সিবিআই হেফাজত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2021 11:58 PM (IST)
২০১১-য় জুনিয়র মৃধা খুনের মামলায় তাঁর বান্ধবীর গ্রেফতারির পর উঠে এল নতুন তথ্য। তদন্তকারীদের অনুমান, বেলঘরিয়ার বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র জুনিয়রকে খুন করতে কন্ট্রাক্ট কিলার নিয়োগ করেছিলেন প্রিয়ঙ্কা। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন প্রিয়ঙ্কাই ফোন করে জুনিয়রকে ডাকেন। কিন্তু জুনিয়র বাড়ি থেকে বেরনোর পর প্রিয়ঙ্কা জানান, তিনি দেখা করতে যাবেন না। তবে, নাছোড়বান্দা ছিলেন জুনিয়র। এরপর প্রথমে সল্টলেকের বাড়িতে, তারপরে জায়গা বদলে অন্যত্র ডাকা হয় জুনিয়রকে। সেই মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেও যান জুনিয়র। যদিও, প্রিয়ঙ্কা নিজে না গিয়ে অন্য একজনকে পাঠান বলে জানা গিয়েছে। সেই ব্যক্তিই কি ভাড়াটে খুনি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিয়ঙ্কা।
জুনিয়র মৃধা খুন মামলায় ৭ দিনের সিবিআই হেফাজত প্রিয়ঙ্কার। সিবিআই হেফাজ নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের। প্রিয়ঙ্কার অবশ্য দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ।
অন্যদিকে, নিউটাউনের হোটেলে তরুণী খুন, গ্রেফতার সঙ্গী। তরুণী খুনে ঝাড়গ্রাম থেকে অভিযুক্ত যুবক গ্রেফতার। নয়াগ্রাম থেকে গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ।
জুনিয়র মৃধা খুন মামলায় ৭ দিনের সিবিআই হেফাজত প্রিয়ঙ্কার। সিবিআই হেফাজ নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের। প্রিয়ঙ্কার অবশ্য দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ।
অন্যদিকে, নিউটাউনের হোটেলে তরুণী খুন, গ্রেফতার সঙ্গী। তরুণী খুনে ঝাড়গ্রাম থেকে অভিযুক্ত যুবক গ্রেফতার। নয়াগ্রাম থেকে গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ।