Aaj Banglay : জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2022 12:12 AM (IST)
জোকা ESI হাসপাতালে ঢোকা-বেরনোর সময় বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। ষড়যন্ত্রের শিকার বলে, মন্তব্য করলেন তিনি। তবে, দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্য যে এখনও অবধি অটুট তা স্পষ্ট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
‘অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেগুলো সময়ের সঙ্গে ঠিক ছিল কি না, পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর, এখন জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন, কালের যাত্রাপথে অনেক উত্তর পেয়ে যাবেন’, পার্থর ষড়যন্ত্র-তত্ত্বর অভিযোগে প্রতিক্রিয়া কুণাল ঘোষের।