আজ বাংলায়: মহিষাদলে অরাজনৈতিক সভা থেকে Suvendu Adhikari-র মুখে বারবার জনগণের কথা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 11:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
'উচ্চাকাঙ্ক্ষার জন্য মানুষ বিশ্বাসঘাতকতা বরদাস্ত করবে না' দলীয় সভা থেকে Suvendu Adhikari-কে আক্রমণ Abhishek Banerjee-র। অন্যদিকে মহিষাদলে অরাজনৈতিক সভা থেকে বারবার জনগণের কথা উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। ৪ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক বৈঠক তৃণমূল নেত্রীর। ৭ ডিসেম্বর মেদিনীপুর ও ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা করবেন Mamata Banerjee। সিঙ্গুরে লকেট চট্টোপাধ্যায়ের স্কুটার র্যালির পাল্টা সাইকেল র্যালি করল TMC। লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। উনিও বিজেপিতে আসতে চান, পাল্টা লকেট। দুর্ঘটনার কবলে পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন। বরানগরে মা-বাবার মৃতদেহ আগলে বসে রইলেন মেয়ে। ছয় দিন পরে উদ্ধার পচা-গলা দেহ।