আজ বাংলায় : মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেনের দাবিতে রেলঅবরোধ নদিয়ার রানাঘাট স্টেশনে ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ৫ বাঙালির মৃত্যু। সোনারপুর, ব্যারাকপুর, নৈহাটির ৫ বাঙালির মৃত্যু। খাদে পড়ে যাওয়ার পরে গাড়িতে আগুন। সোনারপুরের এক পরিবারের ৩জনের মৃত্যু। তেহরি-গাড়োয়ালের ধরাসু হাইওয়েতে দুর্ঘটনা।
ওড়িশার গঞ্জাম জেলায় পর্যটকদের বাস উল্টে মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটকদের বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা।
মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেন চাই। এই দাবিতে সকালের ব্যস্ত সময়ে রেলঅবরোধ নদিয়ার রানাঘাট স্টেশনে। প্রায় পৌনে দুঘণ্টার অবরোধে ভুগতে হল ট্রেনযাত্রীদের