RG Kar Portest: আর কত অভয়া দেখলে আমরা অভয়ার বিচারের শাস্তি পাব: আসফাকুল্লা নাইয়া

ABP Ananda Live: 'আর কত অভয়া দেখলে আমরা অভয়ার বিচারের শাস্তি পাব, এর উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটাও যেন অভয়া না হয়। জীবন বাঁচানোর জন্য  নিজের জীবনকে উৎসর্গ করেছে তাঁদের  জীবন যেন এইাভাবে চলে যেতে না হয়', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার।

 

আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় কী সাজা হবে সঞ্জয় রায়ের ? তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষমেশ তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। 'এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না'। এদিন সাজা শোনানোর সময় এমনই মন্তব্য করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই পরিস্থিতিতে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নিহতের পরিবারকে ১৭ লক্ষ টাকা সহায়তা দেওয়ার জন্য় বলা হয়েছে স্টেটকে। তার কারণ, হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হয়েছেন ওই চিকিৎসক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola