Aaj Banglay: আরজি কর হাসপাতালে নজিরবিহীন বেনিয়মের অভিযোগ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমর্গ থেকে ময়না তদন্তের জন্য রাখা মৃতদেহ গেল চিকিৎসকদের ওয়ার্কশপে! আরজি কর হাসপাতালে উঠল নজিরবিহীন বেনিয়মের অভিযোগ। ওয়ার্কশপে অপারেশন শিক্ষার 'সাবজেক্ট' হিসেবে মর্গের দেহ ব্যবহারের অভিযোগ। ময়না তদন্তের জন্য মর্গে রাখা ৫টি মৃতদেহ নিয়ে চলল 'হাতে কলমে শিক্ষা'! ৫ জানুয়ারি ইএনটি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের ওয়ার্কশপ ছিল আরজি করে। ওয়ার্কশপের জন্য প্রয়োজন হয় ৬টি মৃতদেহের। ইএনটি বিভাগের প্রধান 'টাটকা' মৃতদেহ চেয়ে চিঠি দেন হাসপাতাল অধ্যক্ষকে। আবেদন মঞ্জুর করে 'টাটকা' দেহ দেওয়ার অধ্যক্ষের নির্দেশ যায় ফরেন্সিক বিভাগে। সেই দিনই মর্গ থেকে ৫টি দেহ পাঠানো হয় অ্যানাটমি বিভাগে। দান হওয়া দেহের পরিবর্তে ময়না তদন্তের দেহ নিয়ে চলে 'অপারেশন শিক্ষা'। সূত্রের খবর, কয়েক ঘণ্টা পর ৫টি মৃতদেহ ফেরত যায় মর্গে, এরপরে হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫টি মৃতদেহ।