আজ বাংলায়: চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য দুয়ারে ত্রাণ প্রকল্পের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কারোর কথায় ত্রাণ দেওয়া হবে না, ক্ষতিগ্রস্তরাই সরাসরি আবেদন জানাতে পারবেন। পাল্টা স্বচ্ছতা রাখতে ত্রাণ প্রাপকদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও বিপর্যস্ত নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। নদীবাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল। চিন্তায় গ্রামের বাসিন্দারা। নামখানায় দুর্গতদের উদ্ধার করল এনডিআরএফ (NDRF)। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বাড়তি অক্সিজেন দিয়ে এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৪ শতাংশ। রক্ত পরীক্ষার ফলাফল দেখে কমানো হয়েছে স্টেরয়েডের মাত্রা। তাঁদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন তিনি, জানিয়েছেন চিকিৎসকরা।