Bangladesh Live: মৌলবাদীদের লাগাতার হামলা, সন্ন্যাসীর পক্ষে এগিয়ে এলেন না একজন আইনজীবীও

Continues below advertisement

ABP Ananda Live: মৌলবাদীদের লাগাতার হামলা ও পুলিশের মিথ্য়ে মামলার জেরে, চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে সওয়াল করতে এগিয়ে এলেন না একজন আইনজীবীও। শূন্য় এজলাসে সরকারপক্ষ শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানাল। আর তা শুনেই, জামিন-মামলার শুনানি একেবারে এক মাস পিছিয়ে দিল চট্টগ্রাম আদালত। বাংলাদেশের বিচারব্য়বস্থা আজ এই নজির তৈরি করলেও, প্রতিবেশী ভারত কিন্তু বারবার দেখিয়ে দিয়েছে, কেউ যতই ঘৃণ্য় অপরাধেই অভিযুক্ত হোক না কেন, তার আইনি লড়াইয়ের অধিকার রয়েছে। ছাব্বিশ এগারোর হামলাকারী, পাকিস্তানি নাগরিক আজমল কাসভই হোক কিম্বা আর জি করে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের অভিযুক্ত সঞ্জয় রায়। প্রত্য়েককে ন্য়ায়বিচার পাইয়ে দিতে, সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে! কিন্তু বাংলাদেশে কী হচ্ছে?

আরও খবর, গভীর রাতে কারখানায় বিধ্বংসী আগুন। আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার মধ্যরাতে সোহারই মোড় এলাকায় এক বিস্কুট কারখানায় আগুন লাগে।  দ্রুত বিধ্বংসী চেহারা নেয় আগুন। ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram