Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Acid Attack: নদিয়ার হাঁসখালি থেকে গ্রেফতার কৃষ্ণনগরে অ্যাসিড হামলার ঘটনায় মূল অভিযুক্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিশির অধিকারী (Sisir Adhikari), সুনীল মণ্ডলকে (Sunil Mondal) লোকসভার সচিবালয়ের চিঠি। দলত্যাগ-বিরোধী আইনে (Anti-Defection Law) ২ সাংসদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে শিশির অধিকারী, সুনীল মণ্ডলের জবাব চেয়ে সচিবালয়ের চিঠি। সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেয় তৃণমূল। তৃণমূলের জোড়া চিঠির প্রেক্ষিতে শিশির অধিকারী এবং সুনীল মণ্ডলকে চিঠি দিল সচিবালয়। এই প্রসঙ্গে শিশির ও সুনীলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) জানিয়েছিলেন যে তিনি অভিযোগ পেয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বক্তব্য শোনার জন্য নোটিস পাঠানো হবে। তাঁদের বক্তব্য পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজেপিশাসিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়ম, উদাসীনতার অভিযোগ। কাঠগড়ায় বাঁকুড়ার (Bankura) ২ নং ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েত। অভিযোগ নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে দায়ী করেছে।
বানারহাটে সরকারি জমিতে বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের অফিস উদ্বোধন ঘিরে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বেআইনিভাবে সরকারি জমি দখল করেছেন জন বার্লা (John Barla)। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আক্রোশবশত বদনামের চেষ্টা, পাল্টা দাবি বিজেপি সমর্থিত চা শ্রমিক সংগঠনের নেতার। এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার।
অন্যদিকে, কৃষ্ণনগরে (Krishnanagar) অ্যাসিড হামলার ঘটনায় নদিয়ার (Nadia) হাঁসখালি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। আগামীকাল ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে।