Aj Bangla: ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2022 11:35 PM (IST)
রাজ্যে নির্বাচন-হিংসা নিয়ে সরব রাজ্যপাল। “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল সবাই জানে। ২০১৮ সালে বাংলায় পঞ্চায়েত ভোট নির্বাচনের জন্য নয় সন্ত্রাসের জন্য সবাই মনে রাখবে। সাধারণ সন্ত্রাস নয়, বর্বরোচিত হিংসা হয়েছিল। বাংলার ভাবমূর্তি পরিবর্তন হওয়া উচিত। মানুষ মনে আতঙ্ক নিয়ে বেঁচে আছে”। সরব রাজ্যপাল জগদীপ ধনকড়
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তপন কান্দুর ছেলের দাবি, অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি রাস্তা আটকে খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ।
‘রাজনীতির শুরুতে সবাই অনভিজ্ঞ থাকে। আমি সভাপতি হওয়ার সময় সাংসদ পদে অভিজ্ঞতা ছিল আড়াই বছরের। সভাপতি হওয়ার সময় দিলীপের সাংসদ-অভিজ্ঞতা ৬ মাস-১ বছরের ছিল।’ অভিজ্ঞতা প্রশ্নে দিলীপ ঘোষকে জবাব বিজেপির রাজ্য সভাপতির।