Aj Bangla: সূর্যাস্তের পর প্রথমবার লালকেল্লা থেকে ভাষণ প্রধানমন্ত্রীর।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূর্যাস্তের পর লালকেল্লা থেকে প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। লালকেল্লায় গুরু তেগ বাহাদুরের ৪০০তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিশেষ কয়েন-ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। স্বাক্ষরিত হয়েছে ১৩৭টি MOU। বৃহস্পতিবার শিল্প সম্মেলনের শেষ দিনে জানালেন মুখ্যমন্ত্রী। শিল্প সম্মেলনের বিনিয়োগেই ৪০ লক্ষের বেশি চাকরির সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও, এই পরিসংখ্যান নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'এর আগে যতগুলো বাণিজ্য সম্মেলন হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী যা হিসেব দিয়েছেন তা যোগ করলে দেখা যাবে ১৬-১৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ গুলো কোথায়? বিনিয়োগ, কর্মসংস্থান হোক এটা আমরাও চাইব। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বন্ধ হোক এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন।'