BJP News : ছাপ্পা ভোট দিয়ে উপনির্বাচন জয়ের অভিযোগ, বিধায়কদের শপথ গ্রহণে থাকবে না বিজেপি

Continues below advertisement

ABP Ananda Live: সদ্য শেষ হওয়া রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবক'টিতে হেরে,৬-এ শূন্য পেয়েছে বিজেপি।এমনকী হাতছাড়া হয়েছে বিজেপির দুর্ভেদ্য় দূর্গ বলে পরিচিত আলিপুরদুয়ারের মাদারিহাট আসনও।৬জন জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি।বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের পর একথা জানালেন বিরোধী দলনেতা।২০২১-এর বিধানসভা নির্বাচনে '২০০ পারে'র টার্গেট ফেল করলেও,কিন্তু, দলত্যাগ ও উপনির্বাচনে হারের ফলে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬-তে।এই প্রেক্ষাপটে শেষ উপনির্বাচনে বিজেপির হাতছাড়া হয়েছে মাদারিহাটও। ২১-এর বিধানসভা ভোটে, সেখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার জয়ের ব্যবধান ছিল ২৯ হাজার ৬৮৫। গত লোকসভা ভোটে সেই মনোজ টিগ্গাকেই প্রার্থী করে বিজেপি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, মাদারিহাটে বিজেপির লিড ছিল ১১ হাজার ৬৩ ভোট। কিন্তু, এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পিছনে ফেলে ২৮ হাজার ১৬৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram