Aj Bangla: হাওড়ার গড়চুমুক পর্যটনকেন্দ্রে তাণ্ডব, নষ্ট বেশ কিছু মূল্যবান গাছ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাণ্ডবের জেরে বন্ধ হাওড়া গড়চুমুক পর্যটনকেন্দ্র। ভাঙচুর টিকিট কাউন্টার, নষ্ট বেশ কিছু মূল্যবান গাছ। এমনই অভিযোগ পর্যটনকেন্দ্রের কর্মীদের। পর্যটনকেন্দ্রে বেড়াতে আসে একদল যুবক। পর্যটনকেন্দ্র ঘুরে বেরানোর পর টিকিটের টাকা ফেরত চাওয়ার অভিযোগ। টাকা ফেরত না দেওয়ায় এরপরেই তাণ্ডব চালানোর অভিযোগ। এই ঘটনার পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র।
নিজের বাড়ি থেকে গ্রেফতার ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। ধৃত সনাতন প্রামাণিক মাছ ব্যবসায়ীকে প্রতারণা ও মারধরে অভিযুক্ত। তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলা না দেওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগও রয়েছে। ইঞ্জিনিয়ারকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রীও।
পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির (INTTUC) বিক্ষোভ।
'৯ তারিখে মিটিং আছে। তার আগে বিতর্ক মিটবে কি করে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। যতদিন না অবধি হাতে চুক্তিপত্র আসছে ততক্ষণ কিছু বিশ্বাস করা যাবে না। কোনও ললিপপে আমি সন্তষ্ট হব না।' জুটমিল বিতর্কে প্রতিক্রিয়া অর্জুন সিংহের।