Tiger News Update: খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। বাঘ-ভয়ে কাঁটা বান্দোয়ান | ABP Anand live

Continues below advertisement

ABP Ananda LIVE: পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া এলাকাতেই রয়েছে বাঘিনী। খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। এলাকায় আতঙ্ক। হিঙ্গলগঞ্জে পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল।
বাঘ-ভয়ে কাঁটা বান্দোয়ান

শিয়ালদায় রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের কারবার। বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি। এই অভিযোগ তুলে মেয়রের কাছে নালিশ ঠুকলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ীর দাদা। বিতর্কের মুখে বেআইনি কারবারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মেয়র।

আরও খবর...

এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

বাংলার ভোটার লিস্টে জঙ্গির নাম, অবিলম্বে তালিকা সংশোধনের দাবি অমিত মালব্যর। 'মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে মহম্মদ শাদ রাডির' ধৃত জঙ্গি তৃণমূলের ভোটার ছিল, দাবি বিজেপি নেতার অমিত মালব্যর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram