আজ বাংলায়: ভোটের আগে উত্তপ্ত মালদা, প্রচারে গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2021 11:34 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালদায় গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করা হয়েছে। তার গলায় গুলি লেগেছে। প্রচারের সময় তাকে গুলি করা হয় বলে অভিযোগ। পুরাতন মালদার সাহাপুর বাজারে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই মুহূর্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, 'রাজ্যে প্রধান বিরোধী দলের প্রার্থীকে গুলি করা হচ্ছে। এত বড় রাজনৈতিক হিংসা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছাড়া কোথাও নেই। ' ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
সল্টলেকে দত্তাবাদে ভোট পরবর্তী অশান্তি। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দুই দলই।