আজ বাংলায়: নিয়ম মেনে কলকাতাতেও শুরু করোনার বুস্টার ডোজ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আক্রান্ত হয়ে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) ভর্তি ঢাকুরিয়া আমরিতে। সূত্রের খবর, আজ তাঁকে ফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দ্রুত আরোগ্য কামনা করেন। প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি।
এদিকে, শুরু হল প্রিকশন বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া। সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় নেওয়া যাবে বুস্টার ডোজ। কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রথম দিন ৩ হাজার ৯৭১ জন বুস্টার ডোজ নিয়েছেন।
এসএসসি চেয়ারম্যানকে (SSC Chairman) অপসারণের সুপারিশ হাইকোর্টের (Calcutta High Court)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ সিঙ্গল বেঞ্চের। ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ হাইকোর্টের। এসএলএসটি (SLST) নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়ে নির্দেশ। ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। ‘এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?', মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগে দিতে নির্দেশ কমিশনের। কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় হাইকোর্টে মামলা।
পুরভোটে প্রচারের ফাঁকে করোনার বুস্টার ডোজ নিলেন গৌতম দেব। যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল (TMC)। বামেদের অভিযোগ, বুস্টার ডোজকে পুরভোটে কাজে লাগাতে চাইছে শাসক দল। শহরবাসীকে বুস্টার দেওয়া বেশি প্রয়োজন বলে খোঁচা দিয়েছে বিজেপি।
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে তরুণীর দুটি চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে। ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ওই তরুণীর। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় অপরাধ স্বীকার করেছেন।