Murshidabad: ফরাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধর, গ্রেফতার তৃণমূল বিধায়ক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুর্শিদাবাদের ফরাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক-ঘনিষ্ঠ । শাসক নেতা ধৃত অরুণময় দাস স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি । গত ৩১ জানুয়ারি স্কুলের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে গোলমাল । গোলমালের জেরে হাইস্কুলের প্রধান শিক্ষক মণিরুল ইসলামকে মেরে পা ভেঙ দেওয়ার অভিযোগ । ওঠে ওই ঘটনায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণময় দাস-সহ ৫ জনের নামে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হয়

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের।খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে ।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের অগাস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে।হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে। আওয়ামি লিগের নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন। হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন', জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামি লিগ, রিপোর্টে উল্লেখ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola