আজ বাংলায়: মুম্বই পৌঁছে ৪৫ মিনিটের বেশি সময় এয়ারপোর্টেই দীপিকা-রণবীর, শনিবার হাজিরা দেবেন এনসিবি দফতরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 11:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ বাংলায়: মুম্বই পৌঁছেও ৪৫ মিনিটের বেশি সময় এয়ারপোর্টেই দীপিকা-রণবীর, শনিবার হাজিরা দেবেন এনসিবি দফতরে| 'এনসিবির থেকে পালাচ্ছিনা' মুম্বই পৌঁছে জানালেন রকুলপ্রীত| অন্যদিকে, দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর| একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা|