ABP News

Midnapore Medical College: প্রসূতিদের পরিবারকে দিয়ে লেখানো হয় মুচলেকা!

Continues below advertisement

ABP Ananda Live: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে এবার মুচলেকা-রহস্য। প্রসূতিদের পরিবারকে দিয়ে লেখানো হয় মুচলেকা, তদন্ত কমিটি সূত্রে খবর। ‘ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় স্যালাইন বা ইঞ্জেকশনের জন্য রোগী শকে চলে গেছে। সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যধিক রক্তক্ষরণ হতে পারে। রোগীর জীবনহানিরও আশঙ্কা আছে। সব কিছুই জেনেও চিকিৎসার অনুমতি দিলাম’। এই বয়ানের নীচে লেখা ছিল স্যালাইনের ব্যাচ নম্বর। তদন্ত কমিটির অনুমান, পরিবারকে দিয়ে এই মুচলেকা প্রসবের পরে সই করানো হয়েছিল। চিকিৎসা শুরুর আগে অনেক বিষয়েই পরিবারের সম্মতি নিয়ে, সই করিয়ে নেন চিকিৎসকরা। কিন্তু প্রসূতিদের বেড হেড টিকিটে এমন মুচলেকা কার্যত নজিরবিহীন বলেই অভিমত স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির। প্রসূতিদের অসুস্থতার পর এই বেড হেড টিকিট দেখা গেছে বলে অভিমত তদন্ত কমিটির। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram