Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Aaj Banglay: ফ্রি হ্যান্ড দিতে হবে পুলিশকে, পুরভোটের আগে বিস্ফোরক দেবাংশু। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘আরেকবার ২০১৮ হলে আরেকটা ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা। আরেকটা ২০১৮ হলে কিন্তু বারবার সবটা ২০২১-এর মতো হবে না। আর হাতজোড় করে বাড়ি বাড়ি ঘুরলেও কিন্তু মানুষ ক্ষমা করবেন না’, পুরভোটের (Municipal Election) মুখে বিস্ফোরক পোস্ট অভিষেক-ঘনিষ্ঠ (Abhishek Banerjee) দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ব্যাপক অশান্তি, ভোট লুঠের অভিযোগ ওঠে। ২০১৯-এ লোকসভা ভোটে এ রাজ্যে ১৮টি আসনে জয়ী হয় বিজেপি (BJP)। ২০১৮, ২০১৯-এর ভোটকে মনে করিয়ে বিস্ফোরক পোস্ট দেবাংশুর।
‘ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ ভোটে অশান্তি করেন। তাই লোকাল বডির ভোটগুলোতে অশান্তি বেশি হয়। পুলিশকে ১০০ শতাংশ ফ্রি হ্যান্ড দিতে হবে। প্রয়োজনে বিধানসভার দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। কিছু স্বার্থান্বেষীর জন্য দলের মুখে কালি লাগতে দেবেন না। একজন কর্মী হিসেবে অনুরোধ রইল’, ফেসবুকে বিস্ফোরক যুব তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য।