Kolkata News: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে হল ট্রায়াল রান

Kolkata Metro: বৌবাজারে মাটির নীচ দিয়ে মেট্রো প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে বিতর্ক ছিল গোড়া থেকেই। এমনকি মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে ওই এলাকার বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সেই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু প্রায় সাড়ে পাঁচ বছর পেরিয়ে বৌবাজারের ওই ক্ষতিগ্রস্ত এলাকার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো ছুটল। সব ঠিক থাকলে, চলতি বছরের প্রথমার্ধেই যাত্রী পরিষেবা শুরু করা যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। (Kolkata East-West Metro)

মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে প্রথম ট্রায়াল রান চালানো হয়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ছোটানো হয় মেট্রোর রেক। এই প্রথম ট্রায়াল রান সফল হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এদিন ট্রায়াল রানের সময় মোটরম্যানের কেবিনে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার তথা কলকাতা মেট্রোর চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি। শিয়ালদা থেকে ধর্মতলার দূরত্ব পেরোতে সবমিলিয়ে ১১ মিনিট সময় লাগে। (Kolkata Metro)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola