আজ বাংলায়: ডুয়ার্সের বীরপাড়ায় গুরুঙের হুঙ্কার, সুকনায় পাল্টা হুঁশিয়ারি বিনয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 10:40 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হালিশহরে বিজেপি নেতা খুনে রাজনৈতিক চাপানউতোর চরমে। তৃণমূল নেতাদের পাশে এক অভিযুক্তর ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদের। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
বাংলায় বদলও হবে, বদলাও হবে। বাঁকুড়ায় চা-চক্রে রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। তৃণমূলকে নিশানা করতে গিয়ে পুলিশকেও হুঁশিয়ারি দেন রাজু। ভোটের আগে এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। প্রতিক্রিয়া তৃণমূলের।
রাজীব বন্দ্যোপাধ্যায়েক ক্ষোভ প্রশমনে দেড়ঘণ্টা ধরে বৈঠক পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের। সূত্রের দাবি, বৈঠকে দলের একাংশের দুর্নীতি এবং স্তাবকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বনমন্ত্রী। বৈঠক শেষে রাজীব জানান, দল ডাকলে ফের আসবেন। জট কাটাতে ফের বৈঠকের সম্ভাবনা।
ডুয়ার্সের বীরপাড়ায় গুরুঙের হুঙ্কার, সুকনায় পাল্টা হুঁশিয়ারি বিনয়ের। পাহাড়ের রাশ কার হাতে? জোর টক্কর যে হতে চলেছে সমতল থেকে তার বার্তা দিলেন দুই প্রতিদ্বন্দ্বী। বিজেপিকে ফের আক্রমণ গুরুঙের। পাহাড় সমস্যার সমাধান নিয়ে রাজ্যকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বিনয়ের।
বর্ধমানের শালবাগানে বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপির বিরুদ্ধে বেচারহাটে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। দু’ পক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বাংলায় বদলও হবে, বদলাও হবে। বাঁকুড়ায় চা-চক্রে রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। তৃণমূলকে নিশানা করতে গিয়ে পুলিশকেও হুঁশিয়ারি দেন রাজু। ভোটের আগে এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। প্রতিক্রিয়া তৃণমূলের।
রাজীব বন্দ্যোপাধ্যায়েক ক্ষোভ প্রশমনে দেড়ঘণ্টা ধরে বৈঠক পার্থ চট্টোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের। সূত্রের দাবি, বৈঠকে দলের একাংশের দুর্নীতি এবং স্তাবকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বনমন্ত্রী। বৈঠক শেষে রাজীব জানান, দল ডাকলে ফের আসবেন। জট কাটাতে ফের বৈঠকের সম্ভাবনা।
ডুয়ার্সের বীরপাড়ায় গুরুঙের হুঙ্কার, সুকনায় পাল্টা হুঁশিয়ারি বিনয়ের। পাহাড়ের রাশ কার হাতে? জোর টক্কর যে হতে চলেছে সমতল থেকে তার বার্তা দিলেন দুই প্রতিদ্বন্দ্বী। বিজেপিকে ফের আক্রমণ গুরুঙের। পাহাড় সমস্যার সমাধান নিয়ে রাজ্যকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি বিনয়ের।
বর্ধমানের শালবাগানে বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপির বিরুদ্ধে বেচারহাটে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। দু’ পক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে।