আজ বাংলায়: আর আসবেন না প্রাক্তন সাংসদ, জঙ্গিপুর ভবনে এখন শুধুই শূন্যতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2020 11:12 PM (IST)
জঙ্গিপুর ভবন। ২০১১ সালে এই বাড়িতে প্রবেশ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এখানেই বসত তাঁর আমজনতার দরবার। এই বাড়িতেই মনের মতো লাইব্রেরি বানিয়েছিলেন তিনি। এখন সেখানে শুধুই শূন্যতা।