আজ বাংলায়: স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক। চেতলা থানায় পাল্টা অভিযোগ কাঞ্চন মল্লিকের। রবিবার সন্ধেয় চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে হেনস্থা সহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন।
আজই চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ সামনে আসে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পিঙ্কি জানিয়েছেন, "পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম। কারণ আমি ও গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। অনেকবার ধরে বলছে দেখা করতে হবে। আমাকে ৪-৫ বার কাঞ্চন এই কথা বলেছে। শ্রীময়ী চট্টরাজের ফোন আমি ধরিনি। হোয়াটসঅ্যাপে আমাকে প্রস্তুত থাকার কথা জানিয়েছিল সে। বসুধা সিনেমা হলের সামনে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে অস্বীকার করি। তখন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনকে ঠেলে আমাকে মারতে এগিয়ে আসে। আমাকে হুমকি দেয় শ্রীময়ী। পাশে দাঁড়িয়ে সব দেখে কাঞ্চন মল্লিক। একটি মেয়ে কতটা আক্রমণাত্মক হতে পারে তা ভাবা যায় না। এই সময় কাঞ্চন আমার গাড়ির দরজা ধাক্কাতে শুরু করে। আমি এই ঘটনায় শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। পুলিশের কাছে আমাদের নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছি। "
জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর প্রতারণাকাণ্ডে রহস্য ঘনীভূত। যে মৃতদেহ অমৃতাভর পরিবারকে দেওয়া হয় সেই মৃতদেহ আসলে কার? জ্ঞানেশ্বরীকাণ্ডে নিখোঁজ যাত্রীর স্ত্রীর দাবি ওই দেহ তার স্বামীর। খাতায় কলমে যিনি মৃৎ তাঁকে জীবিত অবস্থায় পাওয়া গেল। আর ১১ বছর ধরে যে ব্যক্তির খোঁজ নেই তাঁর মৃতদেহ এখনও পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন উঠছে। জ্ঞানেশ্বরীকাণ্ডে নিখোঁজ প্রসেনজিৎ আটার স্ত্রীর দাবি সেই মৃতদেহ আসলে তার স্বামীর। নিখোঁজ প্রসেনজিৎ আটা সালকিয়ার বাসিন্দা। পেশায় রেলের কন্ট্রাক্টর প্রসেনজিৎ। দেহ পেতে পুলিশ ও আদালতের কাছে আবেদন করেছিল প্রসেনজিতের পরিবার। "দেহ না পাওয়ায় মেলেনি ডেথ সার্টিফিকেট, নিখোঁজ থাকায় আর্থিক সাহায্য পেলেও মেলেনি কোন সরকারি চাকরি", জানিয়েছেন নিখোঁজ প্রসেনজিতের স্ত্রী যূথিকা আটা। 'ডিএনএ পরীক্ষা হওয়া সত্ত্বেও কী করে অন্য লোকেরা দেহ পেল?' ডিএনএ পরীক্ষা নিয়ে প্রশ্ন যূথিকার।
জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর প্রতারণাকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-তলব অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলেকে। নিজাম প্যালেসে ডাকা হয়েছিল অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলে। সেখানে তদন্ত প্রক্রিয়ার পরে অমৃতাভ চৌধুরীকে তার জোড়াবাগানের বাড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র ও ছবি সংগ্রহ করা হয়। এর পরে অমৃতাভ সংবাদমাধ্যমকে বলেন, সুদ সহ সব টাকা ফিরিয়ে দেবেন তিনি। তার বোন চাকরি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন অমৃতাভ।
ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন রাজ্য সরকারের। ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত ১৮ জুন এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতেই বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য।
এবার আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ। আইসিএসই-তে নবম ও দশম স্কুল পরীক্ষার ভিত্তিতে গড় নম্বর। সঙ্গে চলতি বছরে আইসিএসই-র অভ্যন্তরীণ মূল্যায়ন। একাদশ ও দ্বাদশের স্কুল পরীক্ষার ভিত্তিতে গড় নম্বর আইএসসি-তে। সঙ্গে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার গড় নম্বর। যোগ হবে ২০২১-এর আইএসসি-র প্র্যাকটিক্যাল নম্বরও।
আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে সূর্যকান্তদের পাশেই ইয়েচুরি। 'পার্টি লাইনের বিরোধী কোনও জোট হয়নি', সিপিএমের ২ দিনের রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট করলেন ইয়েচুরি। কংগ্রেসের সঙ্গে এখনই জোট ভাঙতে চাইছে না সিপিএম। স্পষ্ট করা হল রাজ্য কমিটির বৈঠকে। আসন্ন উপনির্বাচনে লড়াই হবে বিধানসভা ভোটের ছকেই, যে দল দেখানে প্রার্থী দিয়েছিল সেই দল সেখানেই প্রার্থী দেবে। আইএসএফ-জোট নিয়ে গত রাজ্য কমিটির বৈঠকে প্রশ্ন ওঠে।