Soumitra Khan: ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে SI, ভিডিও পোস্ট করে আক্রমণ সৌমিত্রর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ। বুদবুদে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে তৃণমূলের ব্লক সভাপতির পাশে SI । ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশের যোগসাজশের অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ । 'আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখকে সম্বর্ধনা' । 'হাততালি দিচ্ছেন মঞ্চে থাকা পুলিশ অফিসার' । 'এর থেকে আরও একবার স্পষ্ট সরকার ও শাসকের মধ্যে পার্থক্য নেই' । ভিডিও পোস্ট করে আক্রমণে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । 'রাজনৈতিক মঞ্চ নয়, খেলার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পুলিশ আধিকারিক' । পাল্টা দাবি আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লালন শেখের

আরও খবর..

মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে FIR। তালিকায় নাম তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর ও বুথ সভাপতির। ২০১৯-২৩: মথুরাপুরের নগেন্দ্রপুর পঞ্চায়েতে আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কর্মী দীপু বর। মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে ২৭ জনের বিরুদ্ধে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ২৭ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ফেরতের নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু ১ বছর পরেও ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত দেন অভিযুক্তরা। তারপরই ২৫ জনের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ করেন বিডিও। দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রতিক্রিয়া রায়দিঘির তৃণমূল বিধায়কের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola